দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ৯ জুয়াড়ির জরিমানা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৯ জুয়াড়িকে ২ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পুলিশসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আলিহিম শেখের বাড়িতে বড় ধরনের জুয়ার আসর বসানো হয়েছে এমন গোপন খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন বাবু, এসআই আব্দুল বাকী সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করেন। পুলিশ বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানাকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং ওই ৯ জুয়াড়ির বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকের ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। জুয়াড়িরা জরিমানার টাকা পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
দ-প্রাপ্ত জুয়াড়িরা হলেন- দামুড়হুদা উপজেলার কাদিপুরের আব্দুল গফুরের ছেলে এনামুল হক (৩২), একই গ্রামের গোরস্তানপাড়ার খলিল মিয়ার ছেলে লাল মিয়া (২৩), দলকা লক্ষ্মীপুরের সহিদের ছেলে ইনতাজ আলী (২৬), একই গ্রামের খোকাই ম-লের ছেলে আব্দুল কুদ্দুস (৩২), নতিপোতা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে শফিউল ইসলাম (৫১), ইব্রাহিমপুরের মৃত আব্দুল বারীর ছেলে সাইফুল ইসলাম (৩৭), হোগলডাঙ্গা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে আবু জাফর (৩৫), বিষ্ণুপুর গ্রামের মৃত ছন্নতের ছেলে আনোয়ার হোসেন (২৮) এবং বাড়ির মালিক মৃত ইছাহক শেখের ছেলে আলিহিম শেখ (৫২)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ জহিরুল ইসলাম ও উপজেলা ভূমি অফিসের নাজির হারুন অর রশিদ।