দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজাব্যবসায়ীর কারাদণ্ড

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় স্বপন আলী (৩২) নামের এক গাঁজা ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত গাঁজা বিক্রেতা স্বপন দর্শনা রামনগর করিমপুরের আব্দুর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাঁজা ব্যবসায়ী স্বপনের নিজ বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন এবং মাদকব্যবসায়ী স্বপনকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করেন। বিষয়টি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার  রফিকুল হাসানকে জানালে তিনি তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনার সত্যতা যাচাই-বাছাই শেষে গাঁজা ব্যবসায়ী স্বপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নাজির হামিদুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।