দামুড়হুদায় ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি ॥ সিসি ক্যামেরা বসানোর দাবি

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিসিআইসির সার ডিলার রবিউল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় দামুড়হুদা বাজারস্থ চৌরাস্তার মোড়ে ব্যবসা প্রতিষ্ঠানে (সারের দোকানে) চোর ড্রয়ার খুলে ১ লাখ ১০ হাজার ৯শ টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সার ডিলার রবিউল হোসেন বাদী হয়ে গতকাল রাতেই থানায় অভিযোগ করেছেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, মাগরিবের নামাজের পর তিনি জাহাঙ্গীরের দোকানে চা খেতে যান। এ সময় ম্যানেজার ফোনে জানায় পার্শবর্তী আল্লাহরদান হোটেল মালিক জানিয়েছেন দোকানের ড্রয়ার খোলা। আপনি তাড়াতাড়ি দোকানে যান। আমি দ্রুত দোকানে এসে দেখি ড্রয়ার খোলা। ড্রয়ারে ১ লাখ ১০ হাজার ৯শ টাকা ছিলো তা নেই। এদিকে দামুড়হুদা বাজারে সন্ধ্যা রাতে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী মহল। অনেকেই বলেছেন ইতঃপূর্বেও বাজারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এবার ঘটলো দুঃসাহসিক চুরির ঘটনা। এ ছাড়া ছোট খাটো চুরির ঘটনাও বেশ কয়েকবার ঘটেছে।
দামুড়হুদা মডেল থানার আবু জিহাদ যোগদানের পর পরই বাজারের সার্বিক নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছিলেন। বাজারে সিসি ক্যামেরা বসানোর জন্য কিছুদিন ব্যবসায়ীদের মধ্যে আলাপ আলোচনা হলেও অদ্যবধি তা হয়নি। যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে সহজেই চোর শনাক্ত করা সম্ভব হতো। দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন বাবু বলেছেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।