দামুড়হুদায় বাল্যবিয়ে প্রতিরোধবিষয়ক র‌্যালি ও আলোচনাসভা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বাল্যবিয়ে প্রতিরোধে র‌্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মজারপোতা সরকারি প্রাইমারি স্কুল মাঠে ব্র্যাকের উদ্যেগে এ কর্মসূচি পালিত হয়। শুরুতেই দামুড়হুদা উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার (এডিপি) আফরোজা রীনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, ব্র্যাক পেইস কর্মসূচির ডিএম নাহামুদুল হক, টেইনার আজিজুল হক, এফও সোনাভানু, ইমতিয়াজ আলম, ইউপি সদস্য লিটন প্রমুখ। আলোচনা শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের সমন্বয়ে বাল্যবিয়ের কুফল ও উত্তরণের পথ বিষয়ক এক গণনাটক মঞ্চস্থ হয়।