দামুড়হুদায় প্রকৌশলীকে মারধরসহ মুখে থুথু ছিটিয়ে দেয়ার অভিযোগে সার্ভেয়ার নাসিরকে স্ট্যান্ডরিলিজ

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় এলজিইডির উপসহকারী প্রকৌশলী খালিদ হাসানকে মারধরসহ মুখে থুথু ছিটিয়ে দেয়ার অভিযোগে একই অফিসের সার্ভেয়ার নাসির উদ্দীনকে দামুড়হুদা থেকে জীবননগরে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা এলজিইডি অফিসের মধ্যে ওই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

লাঞ্ছিতের শিকার উপসহকারী প্রকৌশলী খালিদ হাসান জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা এলজিইডির সার্ভেয়ার নাসির উদ্দীন পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট কয়েকটি কাজের স্টিমেট করতে ওই বিদ্যালয়ের জনৈক প্রধান শিক্ষককে আমার কাছে পাঠান। আমি ওই স্টিমেট করে না দেয়ায় সার্ভেয়ার নাসির সাহেব পাশের রুম থেকে আমার রুমে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং বলে তুই আগে বিএনপি করতিস, এখন বড় আওয়ামী লীগ সেজেছিস। তুই বড় বেড়ে গেছিস বলতে বলতে আমার গালে চড়থাপ্পড় মারা শুরু করে এবং মুখে থুথু ছিটিয়ে দেয়। এ সময় অফিসে থাকা অন্যান্য স্টাফগণসহ ঠিকাদার সেলিম উদ্দীন বগা তার হাত থেকে আমাকে রক্ষা করেন। আমি ওনার আচরণে কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ি। পরে উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নওশাদুজ্জামান বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইউএনওকে জানান। এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী ঘটনার বিস্তারিত শুনে তাকে তাৎক্ষণিকভাবে জীবননগরে বদলি করেন। আগামী রোববার এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও তিনি জানান। এদিকে অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাকে মারধরসহ একজন রোজাদারের মুখে থুথু ছিটিয়ে দেয়ার ঘটনাটি ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন সহকর্মীরা।