দামুড়হুদায় ডিসি ইকোপার্ক পরিদর্শনসহ নজরুল স্মৃতিফলক উম্মোচন আজ

বখতিয়ার হোসেন বকুল: খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদসহ খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকগণ আজ বুধবার সকালে সড়ক পথে চুয়াডাঙ্গায় পদার্পণ করবেন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের স্বাগত জানাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্পানডাঙ্গার খ্রিস্ট্রান মিশনপল্লীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালী ঘরটি নানা রঙের ফুলদিয়ে সাজানোর পাশাপাশি ঘরের পাশেই তৈরি করা হয়েছে নজরুল স্মৃতিফলক। এছাড়া শীবনগর আমবাগানে গড়ে তোলা ডিসি ইকোপার্কটিও নানাভাবে করা হয়েছে দৃষ্টিনন্দন। পার্কের সাথেই বটতলীর বিলে বাহারি রঙে সাজিয়ে প্রস্তুত রাখা হয়েছে সাম্পান (নৌকা)। খুলনা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব অনিন্দিতা রায়ের স্বাক্ষরিত পত্রে উল্লেখিত সয়সসূচিতে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৬টায় চুয়াডাঙ্গার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন এবং সকাল ৯টা ২০ মিনিটে তিনি চুয়াডাঙ্গা সার্কিট হাউজে পৌঁছুবেন। সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইনোভেশন সার্কেল সভায় যোগদেবেন। এরপর বেলা ১১টায় বিভাগীয় রাজস্ব সম্মেলন ও আশ্রয়ণ সংক্রান্ত সভায় যোগদান করবেন। তিনি দুপুর ১২টায় চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় প্রত্নতান্তিক (জরিপ) অনুসন্ধান কার্যক্রম ২০১৫-২০১৬ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দুপুর ১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এসএ শাখা পরিদর্শন করবেন। এদিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান বলেছেন, বিভাগীয় কমিশনারসহ আগত ১০ জেলা প্রশাসকগণ চুয়াডাঙ্গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় যোগদান শেষে দুপুরে দর্শনার উদ্দেশ্যে রওনা হবেন এবং দুপুর ২টার দিকে দর্শনা কেরুজ অতিথিভবনে মধ্যান্যভোজ করবেন। বিকেল ৩টার দিকে তিনি কার্পাসডাঙ্গা মিশনপল্লীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিফলক আনুষ্ঠানিকভাবে উম্মোচন করবেন। এরপর জমিদার নফর পাল চৌধুরীর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহি তালসারির শীবনগরর আম্রকাননে গড়ে তোলা দৃষ্টিনন্দন ডিসি ইকোপার্কে নির্মাণাধীন রেস্ট হাউজ পরিদর্শন করবেন। সেই সাথে পার্কে গাছের চারা রোপন করবেন। বিকেল ৪টার দিকে খুলনার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুনের নেতৃত্বে সকল কর্মসূচি পরিচালিত হবে বলেও তিনি জানিয়েছেন।