দামুড়হুদার ৮ নং ওয়ার্ডে ভোট কারচুপির অভিযোগ : পুনঃগণনার দাবি

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ভোট কারচুপির অভিযোগ তুলে পুনঃগণনার দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে ৮ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে পরাজিত প্রার্থী লাল মোহাম্মদ ভোট পুনঃগননার দাবি জানিয়ে উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, গত ২৮ মে ৫ম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দামুড়হুদা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। ভোটগ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন করা হলেও বিজয়ী প্রার্থীর দ্বারা প্রিসাইডিং অফিসার প্রভাবিক হয়ে ভোট গণনার পূর্বেই পোলিং এজন্টের ভূল বুঝিয়ে স্বাক্ষর করিয়ে নেয়। পরবর্তীতে  তাদেরকে দুরে সরিয়ে দিয়ে ভোট গণনা শুরু করে এবং সুষ্ঠভাবে ভোট গণনা না করেই কারচুপির আশ্রয় নিয়ে বিজয়ী প্রার্থীর পক্ষে ফলাফল ঘোষনা করে।  সুষ্ঠভাবে ভোট গণনা না করায় আমি ৫৫ ভোটে পরাজিত হই। বিধায় আমি ভোট পুনঃগণনার জন্য উপজেলা নির্বাচন অফিসারে নিকট দাবি জানাচ্ছি।