দামুড়হুদার সুবলপুরে শত্রুতামূলক মুদি ও চায়ের দোকান ভস্মীভূত

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর মাঝপাড়ায় পূর্বশত্রুতারমূলক কে বা কারা রাতের আঁধারে মুদি ও চায়ের দোকানে আগুন ধরানোর অভিযোগ উঠেছে। এতে করে ঘরে রাখা প্রায় ২ লাখ টাকার প্লাস্টিকের খেলনা ও ২ বস্তায় রাখা ১ মণ চুল ভস্মীভূত হয়ে যায়। চুল ও প্লাস্টিক সামগ্রী পুড়ে গেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের নতুন পাড়ার চুলব্যবসায়ী মোনতাজ আলীর ছেলে আজগার আলীর সাথে ভিটাজমি সংক্রান্ত বিবাদ চলে আসছে দীর্ঘদিন ধরে একই গ্রামের হোসেন আলীর ছেলে খলিল ও আব্দুল হক ওরফে ফুয়ে সেকরার ছেলে শামীমের সাথে। গতকাল শনিবার দিনগত রাত ৩টার দিকে পূর্বশত্রুতার জের ধরে ঘরে আগুন ধরিয়ে দেয় খলিল ও শামীম এমনটা জানিয়েছেন আজগারের পরিবার। ঘরে থাকা প্রায় দুই লাখ টাকার প্লাস্টিক সামগ্রী ও চুল পুড়ে যায়। বিষয়টি হঠাৎ টের পেয়ে স্থানীয় প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলে সামান্য পরিমাণ প্লাস্টিকের খেলনা রক্ষা করতে পারলেও বাকি সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্ত আজগার আলী জানান।