দামুড়হুদার শিবনগরে ইকোপার্ক পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ

জীব-বৈচিত্র সংরক্ষণই হবে পার্কটির মূল উদ্দেশ্য

 

দামুড়হুদা প্রতিনিধি: জীববৈচিত্র সংরক্ষণের মধ্যদিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ এটি দেশের মধ্যে একটি অন্যতম দৃষ্টিনন্দন পার্ক হিসেবে গড়ে তুলতে হবে। আমরা সবুজ পরিবেশ হারিয়ে ফেলছি। এভাবে চলতে থাকলে আমাদের একদিন ভয়াবহ পরিস্থিতির সম্মুখিন হতে হবে। আমাদের বেঁচে থাকার স্বার্থেই এ ধরনের উদ্যোগ নিতে হবে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে দামুড়হুদা উপজেলার শিবনগর আমবাগানে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ। ইকোপার্কের স্বপ্নদ্রষ্টা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের নেতৃত্বে ইকোপার্ক পরিদর্শণকালে আরো উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মো. আনোয়ারুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ম. ইনামুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা খানম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আ.লীগ নেতা আব্দুল করিম, সবুর মেম্বার, কবির হোসেন, প্রমূখ। প্রধান অতিথি আরো বলেন, এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় প্রয়াত জমিদার নফর পাল চৌধুরীর স্মৃতি বিজড়িত এ বটতলীর বিল ঘেষে ইকো পার্ক গড়ে তোলার পরিকল্পনা ভবিষ্যত প্রজন্মের জন্য অবশ্যই একটি কার্যকরী পদক্ষেপ। দেশের ভবিষ্যত প্রজন্মের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রতিটি জেলায় এ ধরনের সবুজ পরিবেশ বেষ্টিত ইকোপার্ক গড়ে তোলা প্রয়োজন।