দামুড়হুদার দর্শনা পৌরসভায় হেলথ ক্যাম্পে দামুড়হুদা ইউএনও

 

উপজেলা থেকে বাল্যবিয়ে সমূলে উৎপাটন করা হবে

ষ্টাফ রিপোর্টার: বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্যবিয়ের ফলে একদিকে যেমন নারীশিক্ষাকে বাধাগ্রস্ত করে অপরদিকে নারী নির্যাতন, আত্মহত্যা, তালাক, বহুবিয়ে ও মা ও শিশু মৃত্যুর হার বৃদ্ধি পায়। এজন্য বাল্যবিয়ে চুয়াডাঙ্গা থেকে সমূলে উৎপাটন করা হবে। গতকাল রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার সভাকক্ষে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় মা ও শিশুদের স্বাস্থ্য পরিক্ষায় হেলথ ক্যাম্পের উদ্বোধনকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান এ কথাগুলো বলেন। এ সময় তিনি আরও বলেন, শিশুরা দেশের আগামী দিনের ভবিষ্যত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুগ্ধকালীন শিশু ও মায়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের মাধ্যমে মায়েদের দু বছরের জন্য প্রতিমাসে ৫শ টাকা করে ভাতা প্রদান করছে। এ টাকা দিয়ে পুষ্টিকর খাবার ও ফল কিনে খাওয়ার জন্য মায়েদের প্রতি আহ্বান জানান। দামুড়হুদা উপজেলা প্রশাসনের সহযোগিতায় দামুড়হুদা মহিলা বিষয়ক অধিদফতর এ হেলথ ক্যাম্পের আয়োজন করেন। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আ. আওয়াল। সাংবাদিক ইলিয়াস হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন দামুড়হুদা হেলথ কমপ্লেক্সের মেডিকেল অফিসার হোসনে আরা নার্গিস, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মকবুল হাসান। ক্যাম্পের সার্বিক দায়িত্বে ছিলেন দামুড়হুদা মহিলা বিষয়ক অধিদফতরের অফিস সহায়ক সুমন, রুহুল আমিন।