দামুড়হুদার তালসারি একদিল পীরের জমি নিয়ে উত্তেজনা : অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগ

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদার বহুল পরিচিত তালসারি একদিল পীরের আঠারো বিঘা আমবাগান নিয়ে উত্তেজনা দানা বেঁধেছে।আদালতের আদেশ অমান্য করে এক পক্ষ বাগানে প্রবেশ করে আমগাছ কেটে ও আম পেড়েছে বলে অভিযোগ করে অপরপক্ষ।

অভিযোগসূত্রে জানা গেছে, একদিল পীরের প্রায় আঠারো বিঘা জমি নিয়ে মাওলাবক্সের সাথে একদিল পীরের দরগা পরিচালনা কমিটির বিরোধ চলেআসছে। জমি নিয়ে মামলা মকদ্দমাও হয়েছে।দরগা পরিচালনা কমিটির সভাপতি মজনুর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞাসহ উভয়পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দেন। দরগা পরিচালনা কমিটির পক্ষে অভিযোগ তুলে বলা হয়েছে,আব্দুল জলিল গং আদালতের আদেশ অমান্য করে বাগানে প্রবেশ করে আমগাছ কেটে ফেলা ও আম ভাঙাসহ ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। এ মর্মে গত রোববার দামুড়হুদা থানায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ দুপক্ষকে থানায় ডেকে অস্থায়ী নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য বলে দেয়। এখন থেকে একদিল পীরের জমিতে কোনো পক্ষই প্রবেশ করতে পারবে না যতোদিন আদালতের নিষেধাজ্ঞা জারি থাকবে।