দামুড়হুদার জালাল মেম্বার ভারতীয় বাংলামদ ও ফেনসিডিলসহ আটক

দামুড়হুদা অফিস: দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে দামুড়হুদা থানা পুলিশ ১৮ বোতল ভারতীয় বাংলা মদ ও ২ বোতল ফেনসিডিলসহ ইউপি মেম্বার জালাল উদ্দীনকে আটক করেছে। এ সময় পালিয়ে রক্ষা পেয়েছেন তার স্ত্রী লিলি বেগম। জালাল মেম্বার দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সাথে জড়িত বলে এলাকাবাসী জানায়।

পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দামুড়হুদা সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত হাতিভাঙ্গা গ্রামে মাদক বিকিকিনি হচ্ছে। সূত্র ধরে গতকাল শনিবার রাত ৮টার দিকে পুলিশ অভিযান চালায় হাতিভাঙ্গা গ্রামের মৃত আলম মণ্ডলের ছেলে সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার জালাল উদ্দীনের বাড়িতে। এ সময় জালাল মেম্বারের স্বীকারোক্তিতে বাড়ির সামনের সার গর্তে চটের বস্তায় লুকিয়ে রাখা ভারতীয় ১৮ বোতল বেঙ্গল টাইগার নামের বাংলামদ ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় জালাল মেম্বারের স্ত্রী লিলি বেগম পালিয়ে যায়। পুলিশ আরো জানায়, বিশেষ ক্ষমতা আইনে জালাল মেম্বারের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ অভিযানের নেতৃত্বে ছিলেন দামুড়হুদা মডেল থানার এএসআই আলাউল, এএসআই ইমাম ও এএসআই সামসুল হক। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জালাল মেম্বার বেশ কিছুদিন ধরে নিজ বাড়িতে মাদক বেচাকেনা করছিলো। আমাদের বিশ্বস্ত সূত্র ধরে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা করে আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।