দামুড়হুদার চিৎলা আশ্রয়ণ প্রকল্পের জমি লিজ গ্রহণকারী ছাত্রলীগ নেতাকে বাটাম পেটা করেছে যুবলীগ নেতা মহাসিন গং

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার চিৎলা আশ্রয়ণ প্রকল্পের জমি লিজ নেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের দু গ্রুপের মধ্যে দ্বন্দ্বে¦র বহি:প্রকাশ ঘটেছে। এরই জের ধরে যুবলীগ নেতা মহাসিন গং কলেজ ছাত্রলীগ নেতা হাতেম আলীকে মারধরসহ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা মহাসিনসহ ৪ জনের নামে দামুড়হুদা মডেল থানায় চাঁদাবাজি মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিৎলা মোড়ের রফিকের চায়ের দোকানের সামনে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের দুলাল শেখের ছেলে চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক হাতেম আলী সম্প্রতি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে চিৎলা আশ্রয়ণ প্রকল্পের জমি লিজ গ্রহণ করেন। সরকারি আশ্রয়ণ প্রকল্পের জমি বিধি মোতাবেক লিজ গ্রহণ করায় তার ওপর তেলে বেগুনে জ্বলে ওঠে ওই জমি অবৈধভাবে দখলে রাখা চিৎলার মৃত ভোলাই শেখের ছেলে যুবলীগ নেতা মহাসিন আলী (৪০), একই গ্রামের হারান মণ্ডলের ছেলে একাধিক মামলার আসামি বহু অপকর্মের হোতা সাইদুর (৩০), তার ভাই আশাদুল (৩৭) এবং ফরজ আলীর ছেলে আকতার (২৪)। ওই জমি লিজ গ্রহণের পর থেকে জমিতে না যাওয়ার জন্য তারা হাতেমকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলো। এরই জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিৎলা মোড়ের জনৈক রফিকের চায়ের দোকানের সামনে হাতেমের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে অভিযুক্ত মহাসিন গং। ওই টাকা দিতে রাজি না হওয়ায় কলেজ ছাত্রলীগ নেতা হাতেমকে বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারা। স্থানীয় লোকজন ছুটে এসে হাতেমকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে (চিৎলা হাসপাতালে) ভর্তি করে। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা হাতেম আলী অভিযুক্ত যুবলীগ নেতা মহাসিনসহ ৪ জনের নামে দামুড়হুদা মডেল থানায় চাঁদাবাজি মামলা করেছেন। এদিকে এলাকার বেশকিছু রাজনৈতীক ব্যক্তিত্ব নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুবলীগ নেতা মহাসিন ও তার চ্যালা বহু অপকর্মের হোতা সাইদুরের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকার নিরীহ জনগণ। তারা দলের নাম ভাঙ্গিয়ে নানা অপকর্ম করে বেড়ালেও ভয়ে কেউ মুখ খোলেনা। এলাকাবসি আরও জানান সাইদুরের নামে দামুড়হুদা থানায় একাধিক মামলা থাকলেও তাকে ধরছে না পুলিশ। তাদের অত্যাচার ঠেকাতে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।