দামুড়হুদার কোমরপুরে ক্ষমতার দাপটে বন্ধ করে দিয়েছে অন্যের বাড়ির প্রবেশ পথ : ৩ পরিবার গৃহবন্দি

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে ক্ষমতার দাপট দেখিয়ে নিজের জমি দাবি করে মোহাম্মদ আলী মহিচ অন্যের বাড়ির প্রবেশের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। অসহায় ভুক্তভোগী পরিবারের লোকজন তিনদিন যাবত গৃহবন্দি হয়ে পড়েছেন। বন্দিদশা থেকে উদ্ধার পেতে স্থানীয় মাতবরদের দ্বারে দ্বারে ঘুরছে অসহায় রফিক গং।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর ঘাটপাড়ার রবগুল আলী মালিতার ছেলে মোহাম্মদ আলী মহিচ নিজেকে প্রভাবশালী নেতার নিকট আত্মীয় পরিচয় দিয়ে গ্রামে ক্ষমতার দাপট দেখিয়ে চলাচল করে থাকে এবং বিভিন্ন মানুষের সাথে ঝগড়াঝাটিসহ মামলার ভয়ভীতি দেখায়। এরই ধারাবাহিকতায় কোমরপুর গ্রামের  মৃত ইসমাইল হোসেন মালিতার ছেলেদের বাড়ির জমি নিজেদের দাবি করে হঠাৎ করেই ৩-৪ দিন আগে তাদের বাড়ির প্রবেশ পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। বেড়া দেয়ার সময় বাঁধা দিলে মোহাম্মদ আলী মহিচ ইসমাইল হোসেন মালিতার বৃদ্ধা স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তিন ছেলে রফিক, আহসান হাবিব ও সাইফুলকে হুমকিধামকি দেয়। ৩-৪ দিন ধরে ৩টি পরিবার গৃহবন্দি  হয়ে পড়েছে। বিষয়টি মীমাংসা করার জন্য অসহায় পরিবারটি স্থানীয় মাতবরদের দ্বারে দ্বারে ঘুরলেও মোহাম্মদ আলী মহিচের ভয়ে কেউ এক জায়গায় হচ্ছেন না। বিষয়টি দামুড়হুদা  উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও মডেল থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলমের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী ৩টি পরিবার।