দামুড়হুদার কালিয়াবকরী মুদিদোকানি সাদ্দামকে অস্ত্রের মুখে অপহরণ : মুক্তিপণ দাবি

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কালিয়াবকরি গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল হোসেনের ছেলে মুদিদোকানি সাদ্দামকে (৩০) অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। তাকে অপহরণের পর মোবাইলফোনে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যার পরপরই তাকে নিজ বাড়ি সংলগ্ন নিজ দোকান থেকে মুখোশ পরা ১০/১২ জন অজ্ঞাত দুর্বৃত্ত অস্ত্রের মুখে অপহরণ করে পার্শ্ববর্তী মাঠের মধ্য নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা সাদ্দামের কাছে থাকা মোবাইলফোন থেকে পিতা আবুল হোসেনের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত হোসেন, ওসি (তদন্ত) আব্দুল খালেক, সেকেন্ড অফিসার এসআই কবির হোসেনসহ ভগিরথপুর, চারুলিয়া, দলিয়ারপুর, দুলালনগর ক্যাম্প পুলিশ এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েও শেষ খবর রাত ১টা পর্যন্ত অপহৃতকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার সাথে সাথে থানার পুলিশসহ এলাকার বিভিন্ন ক্যাম্পের পুলিশদের নিয়ে পার্শ্ববর্তী কোমরপুর মাঠসহ এলাকার কয়েকটি মাঠে অভিযান চালানোর পরও তাকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার তৎপরতা অব্যহত রাখা হয়েছে।