দামুড়হুদার কার্পাসডাঙ্গা মোটরশ্রমিক ইউনিয়ন নির্বাচনের বাকি আর মাত্র তিন দিন

৩টি পদের বিপরতে প্রার্থী ১০ : প্রচার-প্রচারণা তুঙ্গে

দর্শনা অফিস/ভ্রাম্যমা প্রতিনিধি: দশম জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই কার্পাসডাঙ্গায় মোটরশ্রমিকদের গায়ে লাগতে শুরু করেছে নির্বাচনী বাতাস। আগামী ১৩ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্পাসডাঙ্গা শাখা অফিসের দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনের বাকি আর ৩ দিন। এ নির্বাচনে সামনে রেখে প্রার্থীদের মধ্যে বেশ তোড়জোর লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনমুখি শ্রমিকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে কার্পাসডাঙ্গা বাজার। প্রার্থীদের ছবি সংবলতি পোস্টার ও ব্যানারে ব্যানারে ছেয়ে গেছে কার্পাসডাঙ্গা বাজারসহ আশপাশ এলাকা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। করছেন কুশল বিনিময়, দিচ্ছে প্রতিশ্রুতি, চাচ্ছেন ভোট। এ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে বাজার এলাকাসহ সর্বত্র। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। এরা হলেন- লিয়াকত আলী (ছাতা), আলাল হোসেন (হারিকেন) ও শওকত আলী (বাইসাইকেল)। সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছেন- মুলতান হোসেন (দোয়াতকলম) ও মফিজুল ইসলাম (কুড়েঘর)। এছাড়া ৩ জন কার্যকরি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। এরা হলেন- মোহাম্মদ আলী (আম), হায়দার আলী (হাতপাখা), সবেদার আলী (মোরগ), হাসান আলী (ফুটবল) ও আলমগীর হোসেন (চাকা) প্রতীকে। এ দিকে কমিটির ১১টি পদের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহসভাপতি আবুল হাসেম, যুগ্মসম্পাদক জামাত আলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন ময়রা, সড়ক সম্পাদক মনিরুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আ. রহিম। এ নির্বাচনে জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেলকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অন্যান্যরা হলেন- হেলাল উদ্দিন, লুতফর রহমান, মোখলেসুর রহমান রিপন ও সিদ্দিক আলী। ১৩ জানুয়ারি কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে ৩৭৬ জন ভোটার গোপন ব্যালোটের মাধ্যমে বেছে নেবেন তাদের পছন্দের নেতাকে।