দাবানলে নিউ সাউথ ওয়েলসে জরুরি অবস্থা

মাথাভাঙ্গা মনিটর: দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আগুন। এ অবস্থায় আগামী এক মাসের জন্য সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এতে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো বিশেষ ক্ষমতা পাবে। এ ক্ষমতা ব্যবহার করে তারা লোকজনকে শক্তি প্রয়োগ করে উদ্ধার করতে পারবে। একই সাথে বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় এ রাজ্যে তীব্র গরম হাওয়া বইছে। শক্তিশালী বাতাস ছড়িয়ে পড়ছে সবদিকে। ব্লু মাউন্টেইনস দাউ দাউ জ্বলছে। দাবদাহে এ এলাকাটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। চার দিনে সেখানে দু’শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ রাজ্যে ৬৮টি স্থানে এভাবে আগুন জ্বলছে। এর মধ্যে ২২টি স্থানের আগুন রয়েছে নিয়ন্ত্রণের বাইরে। এসব দেখে ৬৩ বছর বয়সী এক ব্যক্তি হৃদযন্ত্রের অসুস্থতায় মারা গেছেন।