দর্শনা বিজিবি ও আইসি পুলিশের মাদক এবং চোরাচালান বিরোধী পৃথক অভিযান ফেনসিডিল মদ ও শার্ট-প্যান্ট পিচ উদ্ধার : জয়নগরের মিনাজ গ্রেফতার

দর্শনা অফিস: দর্শনা বিজিবি ও আইসি পুলিশ মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়েছে। এ অভিযানে বিজিবি সদস্যরা ভারতীয় প্যান্ট ও শার্ট পিচ এবং মদ উদ্ধার করে। পুলিশ ফেনসিডিলসহ দর্শনা জয়নগরের মিনাজ নামের এক মাদককারবারীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দায়ের করেছে মামলা। গতকাল শনিবার ভোরে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী ও ল্যান্স নায়েক হাজি কাজী আব্দুল হান্নান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে চোরাচালানবিরোধী অভিযান চালান কেরুজ চিনিকলের জিয়া গেটের সামনে। বিজিবি সদস্যরা একটি মাইক্রোবাসভর্তি ভারতীয় শার্ট ও প্যান্ট পিচ আটক করে। এ সময় কৌশলে পালিয়ে যায় চোরাকারবারীরা। বিজিবি সদস্যরা মাইক্রোবাস থেকে প্রচুর পরিমাণ ভারতীয় প্যান্ট ও শার্ট পিচ উদ্ধার করে। আগের দিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার ওমর ফারুক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ক্যাম্পের পার্শ্ববর্তী মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ৪৬ বোতল ভারতীয় থ্রি এক্স রাম মদ। এ দিকে গত শুক্রবার ভোর ৫টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের জয়নগর উঠতিপাড়ায়। পুলিশ ওই পাড়ার আজাদ আলীর ছেলে মিনাজের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ২০ বোতল ফেনসিডিল। এ ঘটনার সাথে জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে মিনাজকে। গতকালই এএসআই হাদিউজ্জামান হাদি বাদী হয়ে দামুড়হুদা থানায় মিনাজের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।