দর্শনা পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময়ে দর্শনার নেতৃবৃন্দ

দর্শনা অফিস: দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ ও পুলিশ সুপার নিজাম উদ্দিনের সাথে মতবিনিময় করেছেন দর্শনার নেতৃবৃন্দ ও সুধীসমাজ। মতবিনিময়কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, দর্শনাকে দেশবাসী তথা সরকারের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শনাকে চেনেন-জানেন। এছাড়াও দর্শনায় রেলওয়ের মাধ্যমে স্থলবন্দর বিদ্যমান। এখন শুধু দু দেশের সড়ক সংযোগ স্থাপন করলেই দর্শনা পূর্ণাঙ্গ স্থলবন্দর হয়ে যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান দর্শনায় এসে বন্দর বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। সুতারাং এটি সময়ের ব্যাপার মাত্র। তাছাড়াও দর্শনায় পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নে যা যা করার আছে তা করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কমরেড অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সিপিবির জেলা সেক্রেটারি কমরেড সৈয়দ মজনুর রহমান, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন, বতর্মান উপাধ্যক্ষ আজিজুর রহমান, চুয়াডাঙ্গা চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক হাজি হারুন অর রশীদ, দর্শনা সিঅ্যান্ডঅফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আতিয়ার রহমান হাবু, দামুহুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি হারুন অর রশীদ জুয়েল, কেরুজ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি সহিদুর রহমান, সমাজসেবক হুমায়ন মিয়া, এরশাদ আলী মাস্টার, আশরাফুল আলম উলুম, আমির হোসেন, আব্দুল বারী ও স্থলবন্দর বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম লিটন।