দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক- সীমান্তে বিরজমান সমস্যা নিরসনে ফলপ্রস্যু আলোচনা

দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল বেলা ১১টার দিকে বিএসএফর প্রতিনিধিদল দর্শনা জয়নগর সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করলে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল রাশিদুল আলমের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যার্থনা জানানো হয়। বেলা ১১টার দিকে জয়নগরে বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাদক, নারী ও শিশু পাচার ও চোরাচালান রোধসহ বিরজমান সমস্যা নিরসনে শুরু হয় পতাকা বৈঠক। বৈঠকে তুলে ধরা হয় সীমান্ত ধৃত বাংলাদেশি নাগরিকের ওপর নির্যাতন, মাদক, চোরাচালান রোধে করণীয়সহ সীমান্তে তার কাটার বেড়া কাটা বন্ধ ও বিজিবি-বিএসএফ’র টহল জোরদারের পাশাপাশি দুদেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি ব্যাপারে ফলপ্রস্যু আলোচনা হয়েছে বলে জানিয়েছেন, লে. কর্নেল রাশিদুল আলম। তিনি আরও জানান, সীমান্তে বিরজমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিএসএফর প্রতিনিধিদল। বৈঠকে ১৭ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল রাশিদুল আলম। উপস্থিত ছিলেন ৫৮ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান, ৬ বর্ডার গার্ডের উপ-পরিচালক শাহজাহান আলী। বিএসএফর পক্ষে ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মাহেন্দ্র কুমার। উপস্থিত ছিলেন, ব্যাটালিয়নের স্টাফ অফিসার ভিপিএস ইয়াদব, সরওয়ান দাস, জাসবীর সিংহ প্রমুখ।