দর্শনা ও নিতমলা বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযান : ফেনসিডিল ও মদ উদ্ধার

দর্শনা অফিস: দর্শনা ও নিমতলা বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়েছেন। এ অভিযানে বিজিবি সদস্যরা ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করতে পারলেও আটক করতে পারেননি কোনো মাদককারবারীকে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। এদিকে গত পরশু মঙ্গলবার দুপুর ১টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান উথলী ইউনিয়নের সিংনগর হালদারপাড়া মাঠে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা ফেনসিডিল ও মদ ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ১৪৪ বোতল ভারতের থ্রি এক্স রাম মদ ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *