দর্শনায় ৫টি চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালকদের মূল্যায়ন সভা অনুষ্ঠিত

 

দর্শনা অফিস: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আয়োজনে ২০১৪-১৫ আখমাড়াই মরসুমে চিনি কারখানার সমস্যা বিষয়ে দর্শনায় দেশের ৫টি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকদের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্ষের হলরুমে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, চিনি করপোরেশনের খুব দুরবস্থা যাচ্ছে। এ শিল্প বাচাঁতে হলে প্রতিষ্ঠানের সকল শ্রমিক-কর্মচারীদের সৎ ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে এবং সেই সাথে চিনিকলের উৎপাদিত চিনি বিক্রির সকল প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বর্তমানে আমাদের চিনিকলগুলোতে অভিজ্ঞ ফোরম্যান, ম্যাকানিক, প্যানম্যান সঙ্কট রয়েছে। চিনিকলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা অবসরে গেলে আমরা টাকার পরিবর্তে চিনি দিয়ে থাকি, এটা এক দিকে যেমন দুঃখজনক তেমন আরেক দিকে লজ্জার বিষয়। আগামী রমজান মাসকে সামনে রেখে ১/২ কেজি ওজনের প্যাকেটের মাধ্যমে চিনি বাজারজাতকরণ চালু হয়েছে। এতে ৪/৫ মাসের মধ্যে দেশের ১৫টি চিনিকলের গোডাউনের অবিক্রিত চিনি বিক্রি হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া চিনিকলের নানা সমস্যার দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জগতি চিনিকলের এমডি আল আমিন, জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আ. রউফ, কুষ্টিয়া রেনউয়িকের এমডি আহসান সিদ্দিক, মোবারকগঞ্জ চিনিকলের এমডি দেলোয়ার হোসেন, ফরিদপুর চিনিকলের এমডি আমজাদ হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরুজ চিনিকলের মহাব্যাবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, প্রধান রাসায়ন বিদ কামরুল হাসান মামুন, উৎপাদক প্রেকৌশল আনিসুল হক, ডিজিএম উৎপাদন শফি খান প্রমুখ।