দর্শনায় বান্ধবীর পাঠানো ভালবাসা দিবসের এসএমএস বন্ধুর সংসারে অশান্তির আগুন

স্টাফ রিপোর্টার: কদিন আগে চলে গেলো বিশ্ব ভালবাসা দিবস। দিবসটি উপলক্ষে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষের মাঝে জেগে ওঠে ভালবাসার ভাব আদান-প্রদান। একে অপরের মাঝে কেউ ফুল দিয়ে, কেউ আবার পার্কে গিয়ে নিজেদের মনের ভাব প্রকাশ করে থাকেন। বর্তমান ইন্টারনেটের যুগে বেশিরভাগ মানুষ তাদের ভালবাসার মনের ভাব প্রকাশ করেছে এসএমএস এর মাধ্যমে। এই এসএমএস দিয়েই এক পরিবারে শুরু হয় অশান্তি। দর্শনায় এক জেনারেটর (বিকল্প বিদ্যুৎ) ও ডিস ব্যবসায়ীকে তার বান্ধবী মোবাইলে এসএমএস এর মাধ্যমে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানানোর কারনে ওই ব্যবসায়ীর সংসারে লাগে আগুন। অবশেষে মনোমালিন্য ও বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই ডিস ব্যবসায়ীর স্ত্রী হারপিক পানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায়। পারবারিক সুত্রে জানা গেছে, ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে দর্শনার এক ব্যবসায়ীকে তার বান্ধবী মোবাইলে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে এসএমএস পাঠায়। ব্যবসায়ীর স্ত্রী মোবাইলে পাঠানো এসএমএস পড়ে তার ভিতর সন্দেহ দানা বাঁধে। সংসারে শুরু হয় অশান্তি। পরবর্তীতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে গতকাল সকালে অভিমানে ব্যবসায়ীর স্ত্রী বাথরুমে রাখা হারপিক পান করেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।