দক্ষিণ আফ্রিকায় তিন বাংলাদেশি খুন

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে নিহত এ ব্যক্তিদের দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- লক্ষ্মীপুরের ফারুক দেওয়ান ও সেলিম দেওয়ান। প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রধান তৌহিদ হোসাইন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা জেনেছি তিনজন বাংলাদেশি সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। ঘটনাস্থলে সহকারী হাইকমিশনার দাউদ আলী গেছেন। বিস্তারিত জানার পর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তা জানানো হবে, বলেন হাইকমিশনার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর করে আসা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বলেন, আফ্রিকার দেশটিতে বিভিন্ন সন্ত্রাসী ও দুষ্কৃতীদের হাতে প্রত্যেক বছর গড়ে ৫০ বাংলাদেশি নিহত হন। এ বিষয়ে আমরা মন্ত্রী পর্যায়ে বৈঠক করেছি এবং সেখানার কমিউনিটিকে বলে এসেছি যেন প্রত্যেকটি ঘটনা পুলিশকে জানায়, বলেন তিনি।  সচিব আশা করছেন, খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকায় হত্যাকাণ্ড কমে আসবে।