থাইল্যান্ডে রানওয়ে থেকে বিমান ছিটকে আহত ১৪

মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডে গতকাল সোমবার সকালে যাত্রীবাহী একটি বিমান অবতরণ করতে গিয়ে রানওয়ের বাইরে চলে যায়। এতে অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। সংবাদমাধ্যম জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ২৮০ জন যাত্রী নিয়ে স্থানীয় সময় গত রোববার শেষ রাতে ব্যাংককের মূল বিমানবন্দর সুভর্নাভূমির রানওয়েতে অবতরণ করতে যায়। অবতরণের সময় রানওয়ে স্পর্শ করার সময় তা ছিটকে রানওয়ের বাইরে চলে যায়। ফ্লাইটটি থাই এয়ারওয়েজের। জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি এয়ারবাস এ৩৩০-৩০০ চীনের গুয়াঙ্গঝৌ প্রদেশ থেকে ২৮০ জন যাত্রী নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক আসে। এ বিষয়ে থাই এয়ারওয়েজের প্রেসিডেন্ট সুরাজাক কাসেম সুভান সংবাদমাধ্যমকে জানান, যান্ত্রিক ত্রুটির ফলে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। মূলত ইঞ্জিনের একটি গিয়ার ঠিকমতো কাজ না করায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, তবে বিমানটির পাইলট এয়ারবাসটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সে কারণে সব যাত্রী নিরাপদে নেমে যেতে পেরেছেন। তবে ১৪ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে কোনো বিমান ওঠানামা করছে না। প্রসঙ্গত, একই সপ্তার মধ্যে একই এয়ার ওয়েজের দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা এটি। আগের ফ্লাইটটি হংকং যাওয়ার কথা ছিলো। তখন ২০ যাত্রী আহত হন।