তিতুদহের খাড়াগোদা মাঠে প্রতিদিন বসছে চুলাই মদের আসর : ধ্বংস হচ্ছে যুবসমাজ

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ খাড়াগোদা গ্রামের বিভিন্ন মাঠে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বসছে চুলাই মদের আসর। এসব আসরে ভিড় জমাচ্ছে উঠতি বয়সী যুবকেরা। ফলে দিনদিন ধ্বংস হচ্ছে যুবসমাজ।

এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগাদা গ্রামের বিভিন্ন মাঠে আড়ালে আড়ালে খেঁজুরগাছ কাটার অজুহাতে বসছে চুলাই মদের আসর। এসব আসর বসাচ্ছেন খাড়াগোদা গ্রামের পাগলার ঘরজামাই ওহাব, জনাব মণ্ডলের ছেলে বজলু, আজিদ ও অলিয়ার। প্রতিদিন সকালে থেকে গভীর রাত পর্যন্ত এসব আসরে ভিড় জমাচ্ছে এলাকার উঠতি বয়সী যুবকেরা। এলাকাবাসী জানায় শুধু যুবকেরাই নয় বহিরাগতরাও যোগ দিচ্ছে এসব আসরে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চুলাই বিক্রেতা বলেন, আমরা তো সবকিছু ম্যানেজ করেই এ ব্যবসা করছি, কোনো সমস্যা তো হওয়ার কথা নয়। প্রশাসনের নিকট এসব চুলাই মদের আসর উচ্ছেদের জোর দাবি জানিয়েছে এলাকার সচেতনমহল।