তফশিল ঘোষণা করে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে : চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার: তফশিল ঘোষণা করে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মো. রেজাউল করীম। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা সদরের চরমোনাই ইউনিয়নের অন্তর্গত চরমোনাই মাদরাসামাঠে ৩ দিনব্যাপি বার্ষিক মাহফিলের উদ্বোধনী দিনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকার পরিবেশ সৃষ্টি না করেই নির্বাচনের তফশিল ঘোষণা করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচন করলে আমরা সে নির্বাচনে অংশ নেবো না এবং সরকারকে দাবি মানতে বাধ্য করতে ইসলামী আন্দোলন দেশব্যাপি কর্মসূচি অব্যাহত রাখবে। তিনি বলেন, সরকার জনগণের ওপর নির্বিচারে হামলা মামলা করে জনআকাঙ্খার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সময় তিনি বিরোধীদলকেও জনগণের জানমাল ও দেশের সম্পদ ক্ষয়ক্ষতি না করে কর্মসূচি পালনের জন্য আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *