তক্ষক সাপসহ আটক ১ : মোবাইলকোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

 

দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় কোটি টাকা মূল্যের একটি তক্ষক সাপসহ তরিকুল ইসলাম (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার কুড়ুলগাছি পশ্চিমপাড়ার রিফাত উল্লাহ ছেলে। গতকাল সন্ধ্যায় তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি পশ্চিমপাড়ার রিফাত উল্লাহ ছেলে তরিকুল গত ৩/৪ দিন আগে বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম এলাকার খাগড়াছড়ির পানছড়ি থেকে কোটি টাকা মূল্যের ১২ ইঞ্চি লম্বা একটি তক্ষক সাপ ভারতে পাচারের উদ্দেশে নিয়ে এসে নিজ হেফাজতে রাখেছেন। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার দুপুরে তরিকুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন এবং তরিকুলকে আটক পূর্বক তার বসতঘরের খাটের নিচের একটি প্লাস্টিকের ঝুড়ির মধ্যে লুকিয়ে রাখা ওই তক্ষক সাপটি জব্দ করেন। সন্ধ্যায় জব্দকৃত ওই তক্ষক সাপসহ তরিকুলকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তরিকুলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তিনি জানান, আজ মঙ্গলবার ওই তক্ষক সাপটি শিবনগর ডিসি ইকোপার্কে অবমুক্ত করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা বনবিভাগ কর্মকর্তা আমির হোসেন, দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ও নাজির হামিদুল ইসলাম।