ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা আজ

আসছে নতুন কমিটি : প্রায় সকল পদেই একাধিক প্রার্থী

 

স্টাফ রিপোর্টার: ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির দ্বিতীয় ত্রিবার্ষিক সাধারণ সভা আজ। আজই সমিতির নতুন কার্যকরি কমিটি গঠনের কথা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ প্রায় সকল পদেই একাধিক প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করে তা দাখিল করায় গোপন ব্যালটে ভোট গ্রহণের পরিবেশ সৃষ্টি হলেও শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে আজ সকালেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হতে পারে। সংশ্লিষ্টসূত্র এরকমই তথ্য দিয়েছে।

সমিতির সভাপতি ড. মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক মীর্জা শাহরিয়ার লণ্টু এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছেন, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা শাহবাগস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মলিন অডিটরিয়ামে দ্বিতীয় ত্রিবার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এদিনেই সমিতির গঠনতন্ত্র মোতাবেক নতুন কমিটি গঠনের কথা। একাধিকসূত্র জানিয়েছে, সমিতির সভাপতি পদে বর্তমান সভাপতি ছাড়াও ডা. মাহাবুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী সিরাজুল ইসলাম প্রার্থী হিসেবে প্রস্তাবনায় রয়েছেন। সাধারণ সম্পাদক পদেও বর্তমান সাধারণ সম্পাদকসহ তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র পেশ করেছেন। এছাড়া ছাত্র বিষয়ক সম্পাদকসহ অন্যান্য পদেও এবার একাধিক প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন। তাদের অনেকেই তা পেশ করেছেন। আজ সকালেই মনোনয়ন পেশকারীদের নিয়ে সমঝোতা বৈঠক হতে পারে। এরকমই ঈঙ্গিত পাওয়া গেলেও শেষ পর্যন্ত গোপন ব্যালটে ভোট নাকি সমঝোতার ভিত্তিতেই নতুন কমিটি গঠিত হচ্ছে তা নিশ্চিত করতে পারেননি দায়িত্বশীলদের তেমন কেউ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *