ট্রেনে ঢিলে মৃত্যু : ইকবাল দু দিনের রিমান্ডে

 

স্টাফ রিপোর্টার: চলন্ত ট্রেনে ঢিলের আঘাতে এক নারী প্রকৌশলী নিহত হওয়ার ঘটনায় গ্রেফতারকৃত ইকবাল হোসেনকে দু দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ পারভেজ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, তাদের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে শুনানি শেষে আদালত দু দিনের হেফাজত মঞ্জুর করেন। ওসি জানান, গ্রেফতারকৃত ইকবাল (১৯) নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলো। তবে এখন সে কিছুই করে না। এলাকায় সে বখাটে হিসেবে পরিচিত। গত সোমবার সকালে সীতাকুণ্ড থানাধীন কেশবপুর এলাকা থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ১০ আগস্ট রাতে ঢাকামুখি তূর্ণা নিশিথা চট্টগ্রামের ভাটিয়ারী ভাঙা সেতু এলাকা পার হওয়ার সময় জানালা লক্ষ্য করে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। ঢিলের আঘাতে প্রীতি দাশ নামের এক প্রকৌশলী নিহত হন। এ ঘটনায় রেল পুলিশ একটি মামলা করে। ১২ আগস্ট ঘটনাস্থল থেকে রুবেল নামের এক যুবককে গ্রেফতার করা হয়। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে প্রীতি দাশ হত্যার বিচার দাবি করে তার পরিবারের সদস্য ও স্বজনরা। ওসি শহীদুল্লাহ বলেন, জড়িতদের গ্রেফতারে এখনো অভিযান চলছে। শিগগিরই আরও তথ্য জানা যাবে।