ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু দল গ্রামবাসীর সংঘর্ষে ৩ পুলিশসহ ১৫ জন আহত, আটক-১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ৩ পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ শার্টারগানের ১৫ রাউন্ড ও রাইফেলের ৫ রাউন্ড গুলিবর্ষণ করে।
গতকাল সকালে জেলার শৈলকুপা উপজেলার শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শেরপুর গ্রামের মাখন শেখ ও তোবারক শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে রোববার বিকেলে মাখন শেখের লোকজন বিরোধীয় জমির কলাগাছ কেটে দেয়। এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে উভয়পক্ষ ঢাল সড়কী রামদা লাঠিসোঠা ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে চেষ্টা করে। এ সময় ইটের আঘাতে এএসআই সুনীল কুমারসহ ৩ পুলিশ আহত হয়। পুলিশ ১৫ রাউন্ড শর্টগান ও ৫ রাউন্ড রাইফেলের গুলি ছুঁড়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে ১ জনকে আটক করে। এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।