ঝিনাইদহের মহেশপুরে এবার বাল্যবিয়ে দিতে ইউএনও’র কাছে পিতার আবেদন

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন এক পিতা। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামের বাহাজ্জেল হোসেন ও তার স্ত্রী সোনাভান এ আবেদনটি করেন। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি শোনার পর মেয়ের বিয়ে বন্ধ ঘোষণা করেন এবং মেয়েটির লেখাপাড়া চালিয়ে নেয়ার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান জানান, মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের ভ্যানচালক বাহাজ্জেল হোসেন নাটিমা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়া মেয়ে সাগরিকা খাতুনকে বিয়ে দিতে অনুমতি চান। মেয়ের বাবা তাকে বলেন, একটি ভালো ছেলে পাওয়া গেছে। তারা সেই পাত্রের সাথে মেয়েকে বিয়ে দিতে চান। ইউএনও জানান, তাদের কথাবার্তা ও মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার পড়াশোনা চালিয়ে নিতে সহযোগিতার করার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী রওশন ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার জুলফিকার আলী। উল্লেখ্য, মহেশপুর উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করার জন্য উপজেলা প্রশাসন কাজ করছে।