ঝিনাইদহের নবগঙ্গা নদীর বাঁধ উচ্ছেদ করে দখলমুক্ত

 

 

শাহনেওয়াজ খান সুমন: অবশেষে দীর্ঘদিন পর ঝিনাইদহের নবগঙ্গা নদীর বাঁধ উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দখলমুক্ত অভিযান চালানো হয়। এ সময় নদীর মাঝের ৫টি অবৈধ বাঁধ উচ্ছেদ ও নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা শঙ্করচন্দ্র হাওলাদার ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

দীর্ঘ কয়েক বছর ধরে নবগঙ্গা নদীর মাঝে অবৈধভাবে বাঁধ দিয়ে দখল করে রাখা হয়েছিলো। ফলে যে নদী দিয়ে মানুষ নৌকায় আসা-যাওয়া করতো আজ তা প্রায় মৃত। দখলমুক্ত হওয়ায় নদীটি আবারো নাব্যতা ফিরে পাবে এমন আশা করছেন উচ্ছেদকারীরা।