ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি এমইউ ডিগ্রি কলেজে দুর্নীতি তদন্তে দুদক

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দীন ডিগ্রি কলেজে (এমইউ) কর্মরত ভারপ্রান্ত অধ্যক্ষ শিক্ষক ও কর্মচারীদের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছেন দুদক। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ ম-লসহ সকল বিভাগের অধ্যাপক, প্রভাষক কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় কাগজপত্র, সার্টিফিকেট, নিয়োগ, বেতনকাঠামোসহ গুরুত্বপূর্ণ ফাইলপত্র তদন্ত করেন এবং অভিযুক্তদের মৌখিক সাক্ষাত গ্রহণ করেন যশোর দুদক তদন্ত টিম। জানা গেছে, ২০১৪ সালের ১ নভেম্বর অর্থ আত্মসাতসহ একাধিক অনিয়ম অভিযোগে অধ্যক্ষ মাহবুবুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন কলেজ পরিচালনা পরিষদ। কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. মজিদ ম-ল বলেন, সাবেক অধ্যক্ষের দুর্নীতির তদন্তে এসেছেন দুদক টিম। এ ব্যাপারে যশোর দুদকের উপ-সহকারী পরিচালক সৌরভ দাস মুঠোফোনে বলেন, তদন্ত চলছে অভিযোগ প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।