জ্বালানি তেলের দাম কমছে না

স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, এখনই জ্বালানি তেলের দাম কমছে না। গতকাল রোববার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নসরুল হামিদ বলেন, এখনই দাম কমালে ঋণ করে জ্বালানি তেল আমদানি করতে হবে। এছাড়া আন্তর্জাতিক বাজারেও এক বছর ধরে মূল্য ঊর্ধমুখী। দাম কমালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আবারও লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হবে। তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্যহ্রাসের সুফল সাধারণ জনগণ সরাসরি উপভোগ করতে পারে না। বর্তমানে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিপিসি বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী বলেন, এ অবস্থায় জ্বালানি তেলের দাম কমানো হলে একদিকে বিপিসির সক্ষমতা অর্জন ব্যাহত হবে। অন্যদিকে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো বাধাগ্রস্ত হবে। তাই সামগ্রিক বিবেচনায় আপাতত জ্বালানি তেলের দাম কমানো উচিত হবে না। এদিন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে নসরুল হামিদ রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সুন্দরবনের ক্ষতির আশঙ্কা সরাসরি নাকচ করে দেন। নরওয়ে সরকার এ প্রকল্পে কোনো অর্থলগ্নি করেনি জানিয়ে তিনি বলেন, যারা রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারাই পদ্মা সেতু নির্মাণ নিয়েও ষড়যন্ত্র করেছিল। এরা দেশের উন্নয়ন ঠেকাতেই বিভ্রান্তিকর কথা বলছে।