জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন

রোজার মাসে দ্রব্যমল্য স্থিতিশীল রাখার আহ্বান

স্টাফ রিপোর্টার:রোজার মাসে চাঁদাবাজি রোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিতচুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথাগুলো বলেন তিনি। তিনি আরো বলেন,মোবাইলফোনে চাঁদাবাজি বেড়েছে। এ ব্যাপারে সাধারণ মানুষের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারও কাছে চাঁদা দাবি করলে গোপনে মোবাইল নম্বর দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এছাড়াও রোজার মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি। চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, সন্ত্রাসী বা চাঁদাবাজরা যতো শক্তিশালীই হোক না কেন তারা সব সময় ভীত ও দুর্বল। তাদের বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন। চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকোনো খুনের বিভৎস ছবি পত্রিকায় না দেয়ার জন্য স্থানীয় পত্রিকার সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরার উপস্থাপনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মহাতাব উদ্দিন, পল্লি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন।