জেলায় একই সময়ে ৪ লাখ গাছের চারা রোপণ করে রেকর্ড গড়ার প্রত্যয়

আগামী ৮ জুলাই চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু ॥ প্রস্তুতিসভায় জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৮ জুলাই। এ উপলক্ষে এবার অনেকটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলার প্রতিটি পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে একই সময়ে ৪ লাখ গাছের চারা রোপণের মাধ্যমে রেকর্ড গড়তে যাচ্ছে চুয়াডাঙ্গাবাসী। তবে গাছের চারার সংখ্যা বাড়তে পারে বলেও জানা গেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৃক্ষরোপণ পক্ষ, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নির্মল কুমার দে, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনজুমান আরা, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও আলমডাঙ্গা সার্কেল) তরিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর, জেলা ব্র্যাক কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অনেকে। সভায় পূর্বের সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সভায় আরও জানানো হয়, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এছাড়া পুলিশ সুপার, পৌর মেয়র, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালকসহ সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন। মেলায় ৩০টি স্টল থাকবে। এছাড়া মেলা চত্বরে নিরাপত্তার স্বার্থে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে।
জেলা প্রশাসক জানান, জেলার প্রতিটি পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হবে। প্রাথমিকভাবে ৪ লাখ গাছের চারা রোপণের জন্য সিদ্ধান্ত নেয়া হলেও পরে তা বাড়তে পারে। জেলায় একই দিনে একই সাথে গাছের চারা রোপণ করা হবে। তবে কোনদিন গাছের চারা রোপণ করা হবে তা জানিয়ে দেয়া হবে।