জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু কাল

 

স্টাফ রিপোর্টার: আগামীকাল জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে। এবার দেশের ২৮ হাজার ৭৬১টি প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, পরীক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৮৮ হাজার ৪০২ জন ছাত্রী ও ১১ লাখ ২৪ হাজার ৩৭৩ জন ছাত্র। জেএসসিতে ৮ বোর্ডের অধীন ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ আর জেডিসিতে মাদ্রাসা বোর্ডের অধীন ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন পরীক্ষায় অংশ নেবে। গত বছর এ পরীক্ষায় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন অংশ নিয়েছিল জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার ৮৬ হাজার ৮৪২ জন পরীক্ষার্থী বেড়েছে। এবার জেএসসিতে ১ লাখ ৩ হাজার ৬৫৩ ও জেডিসিতে ১৮ হাজার ২১ জন অনিয়মিত পরীক্ষার্থী অংশ নেবে বলেও জানান নাহিদ। দেশের বাইরের ৮টি কেন্দ্র থেকে ৬৮১ জন জেএসসি পরীক্ষায় অংশ নেবে। গতবারের মতো এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে নেয়া হবে। পরীক্ষা শুরুর আগমুহূর্তেই প্রশ্নপত্র ফাঁসের গুঞ্জন ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা হয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। তাহলে এমনটা হবে না। নাহিদ বলেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা তত্পর রয়েছেন। কেউ ফাঁসের গুজব ছড়ালেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, জানান তিনি। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতিলেখক সাথে নিয়ে পরীক্ষা দিতে পারবে। প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময়সহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব সোহরাব হোসাইন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।