জীবননগর সীমান্ত ইউনিয়ন বিএনপির সম্মেলন : শাহজাহান সভাপতি বাদল সম্পাদক

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বদর উদ্দিন বাদল। চ্যাংখালী ইয়ার্ডে গত শনিবার অনুষ্ঠিত সম্মেলনে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা। সীমান্ত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা সরদার আলী হোসেন। যুবদল নেতা আবু তালেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু, এম জেনারেল ইসলাম, জীবননগর উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন খান খোকন, উথলী ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন উথলী বিএনপি সাধারণ সম্পাদক সেলিম রেজা, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহিদুর রহমান, জেলা যুবদল নেতা মনরুজ্জামান লিপ্টন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহিদ মো. রাজীব খান, যুগ্মআহ্বায়ক মোমিনুর রহমান মোমিন, বিএনপি নেতা ইছামুল হক, বদর উদ্দিন বাদল, ছাত্রদল নেতা আরফ জাহাঙ্গীর রাজা প্রমুখ। শেষে শাহজাহান আলীকে সভাপতি ও বদর উদ্দিন বাদলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট সীমান্ত ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।