জীবননগর সদরপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তের সদরপাড়া গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ফাতেমা খাতুনের (২২) লাশ উদ্ধার করে গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর গৃহবধূর স্বামীসহ বাড়ির সকলে পালিয়ে গেছে।
এলাকাবাসী ও থানাসূত্রে জানা যায়, সদরপাড়া গ্রামের আহাম্মদ আলীর স্ত্রী ফাতেমা খাতুন পারিবারিক কলহের কারণে শুক্রবার শয়ন কক্ষের আড়ার সাথে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা করেন বলে তার পরিবারের লোকজন প্রচার করে। এ ঘটনার পর ঘরে ফাতেমার ঝুলন্ত লাশ রেখে স্বামী আহাম্মদ আলী ও শ্বশুর ফকির চাঁদসহ বাড়ির সকলে পালিয়ে যায়। ফাতেমার মৃত্যু রহস্যজনক মনে হলে তার চাচা বিষয়টি নিয়ে থানাতে অভিযোগ করেন।
থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়ে ফাতেমা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানাতে ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।