জীবননগর পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অ্যাডভোকেসিসভা

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে অ্যাডভোকেসিসভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মেয়রের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণসভায় পৌরসভা এলাকার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে নির্দিষ্ট দিনে কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম।

সভায় আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু। ভারপ্রাপ্ত পৌর হিসাবরক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অবহিতকরণসভায় পৌর সচিব জায়েদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দলিল উদ্দিন দলু, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, পৌর প্যানেল মেয়র সাইদুর রহমান, সোয়েব আহমেদ অঞ্জন, কাউন্সিলর সাংবাদিক আতিয়ার রহমান, আবুল কাশেম, আপিল মাহমুদ, আফতাব উদ্দিন, খন্দকার আলী আজম, মহিলা কাউন্সিলার রিজিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এমটি ইপিআই জুলফিক্কার রহমান, ভারপ্রাপ্ত পৌর সেনেটারী ইন্সপেক্টর জামাল উদ্দিন ও সাংবাদিক মিঠুন মাহমুদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

প্রথম রাউন্ডে জীবননগর পৌরসভায় ৩০ কেন্দ্রে ৩ হাজার ৫৫২ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৮৫ শিশুকে নীল রঙের এ প্লাস ক্যাপসুল ও ১ বছর থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ১৬৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে ভারপ্রাপ্ত পৌর সেনেটারি ইন্সপেক্টর জামাল উদ্দিন জানিয়েছেন।