জীবননগর ক্রিকেটের স্বপ্নদ্রষ্টা কাজি বাবলার ইন্তেকাল

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রিকেটের স্বপ্নদ্রষ্টার আওয়ামী লীগ নেতা কাজি সাইফুজ্জামান বাবলা (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজেউন)। গত শুক্রবার রাত ৩টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। গতকাল শনিবার বিকেলে জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে জানাজা শেষে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যা রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে বিশিষ্ট জনেরা গভীর শোকপ্রকাশ করেছেন।

আশির দশকে জীবননগরে ক্রিকেট খেলার বিস্তার শুরু হয়। ক্রিকেট খেলা যে দু জনের হাত ধরে জীবননগরে পথচলা শুরু করে তার মধ্যে জীবননগর কাজিপাড়ার সন্তান কাজি সাইফুজ্জামান বাবলা অন্যতম। অপর জন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক দৈনিক ইনকিলাবের সাহিত্য সম্পাদক ফাহিম ফিরোজ। যিনি এলাকায় দুলাল নামেই বেশি পরিচিতি। তার হাত ধরেই মূলত: জীবননগরে ক্রিকেটের প্রসার লাভ করে। তিনি ক্রিকেটের গুরু হিসেবেও পরিচিতি ছিলেন। কাজি সাইফুজ্জামান দীর্ঘ দিন ধরে দৌলৎগঞ্জ বাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে তিনি হার্ট স্ট্রোকে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকেলে জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে অনুষ্ঠিত জানাজার নামাজের পূর্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও মরহুমের জ্ঞাতী ভাই কাজি হাসানুজ্জামান বাবুল প্রমুখ।