জীবননগর ও উথলী বিজিবির কালীগঞ্জে ভারতীয় পার্টস দুধ শার্টপিস উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি ও উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শহরে পৃথক অভিযান অবৈধ পথে আনা ভারতীয় মোটরসাইকেলের পার্টস গুড়া দুধ পলিথিন ও শার্ট পিস উদ্ধার করে। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এ অভিযান পরিচালনা করে।

বিজিবিসূত্রে জানা যায়, জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবির টহল দলের কমান্ডার হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ শহরে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৭৬টি মোটরসাইকেলের পার্টস, ১শ কেজি গুঁড়ো দুধ ও ৮০ কেজি পলিথিন উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামাল ভারত থেকে চোরাইপথে আনা হয়েছিলো বলে সূত্র জানায়।

অপরদিকে উথলী বিশেষ ক্যাম্পের টহল দলের কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ শহরে অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১৭০ পিস শার্ট পিস উদ্ধার করেন। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্তি অধিনায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন উপরোক্ত মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।