জীবননগর উপজেলায় বিজিবিরবৃক্ষ রোপণ কর্মসূচি

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ৮টি ক্যাম্প এলাকায় গতকাল সোমবার বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এছাড়াও গতকাল মৎস্য দিবস উপলক্ষে বিজিবির পুকুরে মাছের পোনা অবমুক্তও করা হয়। গয়েশপুর কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান গতকাল জীবননগর সীমান্ত ফাঁড়িতে ক্যাম্পাসে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচি ও পুকুরে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে মৎস্য দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জীবননগর সীমান্ত ফাঁড়ি কামন্ডার হাবিলদার সাইফুল ইসলামসহ অন্যান্যরা তার সাথে ছিলেন।

এছাড়াও গতকাল বেনীপুর ক্যাম্পে ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খায়রুল ইসলাম, মেদিনীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তাজমিরুল ইসলাম, নতুনপাড়া ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুল কুদ্দুছ, গয়েশপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মিজানুর রহমান, ধোপাখালী ক্যাম্প কমান্ডার মিজান, রাজাপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার শাহিন ও উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার নাজমুল হক ক্যাম্পের ফোর্সদের নিয়ে ক্যাম্প এলাকায় এ বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।