জীবননগরে হামলার অভিযোগে আলোচিত সুদব্যবসায়ী রাজিয়াসহ আটক-৩

জীবননগর ব্যুরো: সুদের টাকা আদায়ে হামলার অভিযোগে জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আলোচিত সুদ ব্যবসায়ী রাজিয়াসহ তিন জনকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার পুলিশ সুদ ব্যবসায়ী রাজিয়া, রওশন আরা ও বাছেরকে গ্রেফতার করে। গ্রফতারকৃতদের গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
শহরতলীর শাপলাকলিপাড়ার মৃত নিজাম আলী স্ত্রী এলাকার চিহ্নিত সুদব্যবসায়ী রাজিয়া (৩৫), মৃত আ. খালেকের স্ত্রী রওশন আরা (৫০) ও মৃত আব্দুল মজিদের ছেলে বাছের আলী (৩৩) সুদের টাকা আদায় করতে একই পাড়ার শহিদুল ইসলামের স্ত্রী শাহিদা ও ছেলে সাকিবের ওপর হামলা করে। তাদেরকে আহত করার পর ঘরবাড়ি ভাঙচুর করে করে ঘরে রক্ষিত টাকা ও একটা সোনার চেইন লুট করে বলে অভিযোগ।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, শাপলাকলিপাড়ার সাকিবের অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।