জীবননগরে জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু

 

দলের ভাবমর্তি ফিরিয়ে আনতে সব কিছু করতে হবে

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু বলেছেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত হলেও আমি মনেপ্রাণে আওয়ামী লীগের একজন কর্মী। এ শিক্ষা আমার রয়েছে। চুয়াডাঙ্গা জেলায় আমাদের অভিভাবক চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তার সাথে পরামর্শ করে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হবে চুয়াডাঙ্গা-২ আসনে দলের হারিয়ে যাওয়া ভাবমুর্তি ফিরিয়ে আনা। সে লক্ষ্যে আমাদের সব কিছু করতে হবে। গতকাল বুধবার জীবননগরে জেলা পরিষদ ডাকবাংলোয় এলে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনাকালে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদ মাহফুজুর রহমান মঞ্জু এ কথা বলেন।

জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌরমেয়র মতিয়ার রহমান। জীবননগর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পৌর কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আপেল মাহমুদ, আওয়ামী লীগ নেতা মজিবর রহমান বাবলু, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আ. সালাম ইসা, যুগ্মআহ্বায়ক শামীম ফেরদৌস, যুবলীগ নেতা কাজী সামসুর রহমান চঞ্চল, শফিকুল ইসলাম নান্নু, শহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমির হোসেন বুড়ো, বিল্লাল হোসেন, শরিফুল ইসলাম ও টোকিওসহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মইদুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ইফতার পার্টিতে যোগদান করেন।