জীবননগরের মাদকাসেবীদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে সাজা দেয়ার সিদ্ধান্ত

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মাদকাসেবীদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে সাজা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও সভায় ভারত থেকে ফেনসিডিল, মদ ও গাঁজা পাচার প্রতিরোধ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিজিবিকে সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। গতকাল সোমবার জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ ও সমন্বয় কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইউএনও নূরুল হাফিজের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ ও সমন্বয় কমিটির অনুষ্ঠিত মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। সভায় মাদকাসেবীদের দৌরাত্ম্য রুখতে ও মাদকদ্রব্যের চোরাচালান বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিভিন্ন কৌশলী দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, এসআই জয়নাল আবেদীন, গয়েশপুর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার ইয়াকুব আলী, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মুক্তার, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাঁকা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবিউল ইসলাম, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, মনোহরপুর ইউপি প্রশাসক উপজেলা পল্লি জীবিকায়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শামনুর রহমান, কেডিকে ইউপির প্রশাসক উপজেলা সমাজসেবা অফিসার মোতাহার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।