জীবননগরের ধান্যখোলা গ্রামের এক গরুব্যবসায়ী ভারতে তিনদিন নিখোঁজ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামের মোয়াজ্জেম হোসেন (৪৫) নামে এক গরুব্যবসায়ী ভারতে গরু আনতে গিয়ে তিনদিন যাবত নিখোঁজ রয়েছেন। এদিকে গতকাল সোমবার সকাল থেকে ওই এলাকায় প্রচার হয়েছে মোয়াজ্জেম হোসেনের নিজ গ্রাম ধান্যখোলার অপর গরুব্যবসায়ী আবুল হোসেন বকার ছেলে সবুজ পূর্ব শত্র“তার জের ধরে ভারতের ভাড়াটিয়া খুনীদের দিয়ে তাকে হত্যা করেছে। তবে গতকাল রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই রুস্তম হোসেনের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি একটি বিশ্বস্তসূত্রে জানতে পেরেছেন, তার ভাই মোয়াজ্জেম হোসেন জিবিত অবস্থায় ভারতে আটক রয়েছেন।

                সীমান্তের একাধিক সূত্র জানায়, উপজেলার ধান্যখোলা গ্রামের নুর ইসলামের ছেলে মোয়াজ্জেম হোসেন (৪৫) গত শনিবার সন্ধ্যায় গরু আনতে ভারতের নোনাগঞ্জ গ্রামে যান। রাত ৯টায় সে গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় ভারতের ৪/৫ জন লোক তাকে বেদম মারপিট করে। এ ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।