জিনের বাদশার খপ্পরে পড়ে কৃষকের পাঁচ হাজার টাকা খোয়া

 

আলুকদিয়া প্রতিনিধি: জিনের বাদশার খপ্পরে পড়ে জীবন বাঁচাতে পাঁচ হাজার টাকা বিকাশ করতে হয়েছে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া আকন্দবাড়িয়ার আলেক নামের এক সহজসরল কৃষকের। এমনটাই দাবি কৃষক আলেকের পরিবারের।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ার কৃষক আলেকের মোবাইলফোনে গতপরশু রাতে ০১৭৫৯২৮০৯৮৪ নম্বর মোবাইলফোন থেকে ফোন করে জিনের পরিচয় দিয়ে পাঁচ হাজার টাকা দাবি করে। এ সময় জিনের বাদশা পরিচয় দেয়া ব্যক্তি আরও বলেন, আমার কাছে একটি সাপ আছে যা ছেড়ে দিলে তোর বংশ নির্বংশ করে দেবে। তাছাড়া টাকা না দিলে তুই ন্যাংড়া নুলা হয়ে যাবি। এমন আরও অনেক কথা বলেছে এমনটিই জানালেন তার পরিবারের লোকজন। এই ভয়ে গতপরশু রাতে পাঁচ হাজার টাকা বিকাশ করলেও ক্ষান্ত হয়নি জিনের বাদশা। গতকাল আবারও সাত হাজার টাকা দাবি করে। আবারও টাকা দেয়ার প্রস্তুতিকালে এলাকাবাসী বিষয়টি জেনে যায়। এরপর আলেক মণ্ডলকে আর বিকাশ করতে দেয় না এলাকাবাসী। আলেক মণ্ডল আকন্দবাড়িয়ার মৃত জুলমত মণ্ডলের ছেলে।