জিনতলা মল্লিকপাড়ার সেই আসলাম আবারো গ্রেফতার : ঘুমের ইনজেকশন উদ্ধার

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জিনতলা মল্লিকপাড়ার সেই আসলাম আবারও গোয়েন্দা পুলিশের হাতে ধরাপড়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তাকে তার বাড়ির পাশের দোকান থেকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ১০ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন। এই আসলাম এর আগেও মাদকসহ বেশ কয়েকবার ধরাপড়ে।

জানা গেছে,জিনতলা মল্লিকপাড়ার মৃত আশকার আলীর ছেলে আসলাম উদ্দীন (৩৫) এক সময় মাংসের ব্যবসা করলেও পরে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক বিক্রেতা হিসেবে চিহ্নিত হয়ে পড়ে সে। বিভিন্ন স্থান থেকে ঘুমের ইনজেকশন, মারণনেশা হেরোইনসহ বিভিন্ন প্রকারের নেশাজাতীয় দ্রব্য সংগ্রহ করে বিক্রিও করে। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ। এ তথ্যের ভিত্তিতে ডিবির এসআই খালিদ, এসআই ইব্রাহিম ও এএসআই জগদীশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসলামকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাকে সদর থানায় দেয়া হয়। আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হতে পারে।